শেষ আপডেট: 14th December 2023 13:57
শিলিগুড়ি: ২ মাস ১০ দিনের ব্যবধানে ফের বিপর্যয় নেমে এল সিকিমে। প্রবল তুষারপাতের জেরে বুধবার দুপুর থেকে অবরুদ্ধ সিকিমের বিস্তৃর্ণ এলাকা। আটকে পড়ে হাজারের বেশি পর্যটক। দ্রুত উদ্ধার কাজে নামে ভারতীয় সেনা। ইতিমধ্যে ৮০০ পর্যটককে উদ্ধার করলেও কিছু পর্যটক এখনও আটকে রয়েছে। তাদের উদ্ধারের কাজ চলছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।
সূত্রের খবর, ইস্ট সিকিমে আটকে থাকা ৮০০-র বেশি পর্যটককে ইতিমধ্যে উদ্ধার করেছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার ত্রিশক্তি কোর বাহিনীর তরফে পর্যটকদের উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় সেনা ছাউনিতে। দেওয়া হয় গরম খাবার। বিপর্যয়ের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন কিছু পর্যটক। তাঁদের প্রাথমিক চিকিৎসাও করা হয় সেনা ছাউনিতে।
পরে ধাপে ধাপে তাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়। সেনা সূত্রের খবর, ভারী তুষারপাতের জেরে সমগো লেক এলাকায় প্রায় ৪০০ গাড়ি আটকে পড়েছিল। তাতে ছিলেন ৮০০-র বেশি পর্যটক।
সিকিমের অন্য অংশে এখনও বেশ কিছু পর্যটক আটকে রয়েছেন বলে সেনা সূত্রের খবর। তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। দ্রুতই আটকে থাকা বাকি পর্যটকদের উদ্ধার করা হবে।
এর আগে গত ৪ অক্টোবর ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয় নেমে এসেছিল উত্তর সিকিম। সেখানে জলের চাপে ফেটে গিয়েছিল লোনক হ্রদ। হুড়মুড়িয়ে নেমে আসা জলের তোড়ে ভেঙে যায় চুংথাম ড্যামও। তিস্তায় দেখা গিয়েছিল হড়পা বান। ১৫ থেকে ২০ ফুট উঁচু জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায় রাস্তা, ঘর, বাড়ি, গাড়ি— সব কিছু। ওই ঘটনার আড়াই মাসের ব্যবধানে ফের বিপর্যয় নেমে এল সিকিমে।