শেষ আপডেট: 18th October 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো: বাইক ধীরে চালাতে বলায় এক প্রৌঢ়কে পিটিয়ে মারল এক ব্যক্তি। ঘটনাটি হায়দরাবাদের আলওয়াল এলাকার। সিসিটিভি ফুটেজ দেখে এই ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ। গ্রেফতার ১, শুরু হয়েছে তদন্ত।
ঘটনার সূত্রপাত গত মাসে, ৩০ সেপ্টেম্বর। আঞ্জানেয়ুলু নামের এক ব্যক্তি একটি বাইক চালককে ধীরে চালানোর পরামর্শ দেন। বাইকে একজন মহিলা ও বাচ্চাও ছিল। মহিলা সেসময় পিছনের সিটে বসেছিলেন। বাচ্চা তেলের ট্যাঙ্কির ওপর।
আঞ্জেনেয়ুলু রাস্তাতেই থাকতেন। বাইকের অতিরিক্ত গতি দেখায় তা কমানোর পরামর্শ দেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, এই পরামর্শ শুনেই চটে লাল হয়ে যান ওই বাইক চালক। বাইকটি রাস্তার ধারে পার্ক করে তেড়ে আসেন আঞ্জেনেয়ুলুর দিকে। শুরু করেন মারধর। রাস্তায় ফেলে পেটানো হয় প্রৌঢ়কে। ওই সময় ঘটনাস্থলে তাঁর স্ত্রী ও বাচ্চাও ছিল।
স্ত্রী আটকাতে গেলেও লাভ হয়নি। মারধর চলতে থাকে। পরে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে এলাকা ছাড়ে ওই পরিবার। এদিকে প্রৌঢ়কে ভর্তি করা হয় হাসপাতালে।
কোনওরকমে অর্থ জোগার করে ওই প্রৌঢ়র পরিবার তাঁকে বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করলেও লাভ হয়নি। পুলিশের তরফে জানা গেছে, বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে হাসপাতালেই। একাধিক ক্ষতচিহ্ণ পাওয়া গেছে শরীরে।
সাইবারাবাদ পুলিশ কমিশনারেটের অধীনে আলওয়াল পুলিশ স্টেশনে মামলা দায়ের হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিচারবিভাগীয় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা। তদন্ত চলছে।