শেষ আপডেট: 11th August 2024 22:58
দ্য ওয়াল ব্যুরো: এবার মোদীর নেতৃত্বাধীন সরকারকে সংসদের ভেতরে যে শক্তিশালী বিরোধীদের মুখোমুখি হতে হবে, তা লোকসভা ভোটের ফল প্রকাশের দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ইতিমধ্যে নিট কেলেঙ্কারি-সহ একাধিক ইস্যুতে সংসদের ভিতরে বিরোধীদের কড়া প্রশ্নবানের মুখে পড়তে হয়েছে এনডিএকে।
এবার সুপ্রিমকোর্টের নজরদারি সংসদের উভয়কক্ষে যৌথ সংসদীয় কমিটি গঠন করে ২০২৪ সালের জুনের আগে সংসদের অভ্যন্তরের প্রতিটি বিষয় তদন্তের আওতায় আনার দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন।
এক বিবৃতিতে ডেরেক ওব্রায়েন জানিয়েছেন, ২০২৪ সালের জুনের আগে অর্থাৎ আগের সরকারের আমলে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) কোনও অর্থ ছিল না। বিজেপি গায়ের জোরে সবকিছু করেছে। কিন্তু এখন সংসদে অন্যরকম পরিস্থিতি। সংসদের উভয়কক্ষেই রয়েছে শক্তিশালী বিরোধী। তাই যৌথ সংসদীয় কমিটি গঠন করে অতীতের সমস্ত ঘটনা সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্ত হওয়া জরুরি।"
বিরোধীদের বক্তব্য, গত ১০ বছর কোনও মর্যাদাপ্রাপ্ত বিরোধী দল ছিল না সংসদে। ফলে যৌথ সংসদীয় কমিটিরও কোনও মূল্য ছিল না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। সংখ্যাতত্ত্বের নিরিখে শাসকশিবির যথেষ্টচাপে। ফলে শাসকের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এটাই মোক্ষম সময়।
উল্লেখ্য, বিরোধীদের আপত্তি উড়িয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবন তৈরি করেছে মোদী সরকার। কিন্তু গত মাসে নয়া সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়তে দেখা গিয়েছিল। সম্প্রতি বৃষ্টিতে জল থই থই অবস্থা হয়েছিল রাজ্যসভারও। স্বাভাবিকভাবে নয়া ভবনের এমন দশা দেখে নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে।এ নিয়ে ভিডিও টুইট করে মোদী সরকারকে কটাক্ষ করে ডেরেক লিখেছিলেন, “নতুন মোদী সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।”
ডেরেকের এদিনের বিবৃতিতে থেকে স্পষ্ট, যৌথ সংসদীয় কমিটি গঠন করে শীর্ষ আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানিয়ে মোদী সরকারের স্নায়ুর চাপ আরও বাড়াতে চাইছেন তাঁরা।