শেষ আপডেট: 21st October 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো: ১৪ অক্টোবর ২০২৪ থেকে আজ পর্যন্ত প্রায় ১০০টি হুমকির ফোন পেয়েছে বিমান সংস্থাগুলি। বোমা মেরে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা মিলেছে। ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছে অসামরিক পরিবহণ মন্ত্রক। এবার ভুয়ো হুমকি বার্তা মিললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অসামরিক পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু। সাফ জানিয়ে দেন, যাত্রী সুরক্ষা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে পড়লে কাউকে ছেড়ে কথা বলা হবে না।
শেষ কয়েকদিন ধরে রোজই প্রায় বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার ফোন পাচ্ছে বিভিন্ন সংস্থা। দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। বোমাতঙ্কে ফ্লাইট ডিলে করছে সংস্থাগুলিও। এই নিয়ে রীতিমতো চিন্তিত অসামরিক পরিবহণ মন্ত্রক। পরিস্থিতি মোকাবিলায় শনিবার বিমান সংস্থাগুলির সিইওদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অসামরিক পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা।
সোমবার একটি প্রেস কনফারেন্স করে মন্ত্রী জানিয়ে দেন, হুমকি ফোন আসছে কিছুদিন ধরে। সেগুলো ভুয়ো হলেও এই নিয়ে পদক্ষেপ করবে সরকার। বলেন, 'এই ধরনের হুমকি যখন আসে, তখন পরিস্থিতি খুবই স্পর্শকাতর হয়ে যায়। একটি আন্তর্জাতিক স্তরের নিয়ম আছে, এক্ষেত্রে এবার আমাদের সেটাই মেনে চলতে হবে।'
এই ধরনের হুমকির ক্ষেত্রে যাদের চিহ্নিত করা হবে, তাদের নাম 'নো ফ্লাই লিস্ট'-এ পাঠিয়ে দেওয়া হবে। এনিয়ে মন্ত্রী বলেন, 'শেষ কয়েকদিনে ৮টি ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য পথেদে। পরে তদন্তে নেমে অবশ্য জানা যায়, সেগুলি ভুয়ো কল। তবুও যখন যাত্রীদের সুরক্ষা প্রশ্নের মুখে তখন কোনও ভাবেই এগুলোকে হালকা ভাবে নেওয়া যায় না। আমরা এয়ারপোর্টে নিরাপত্তা বাড়িয়েছি।'
এই ভুয়ো বোমাতঙ্কের ফোন নিয়ে বিমান সংস্থাগুলির সঙ্গে পদে পদে বৈঠকের পরই সিদ্ধান্ত পৌঁছন গেছে বলেও জানিয়ে দেন মন্ত্রী। বলেন, 'আমরা স্বরাষ্ট্র মন্ত্রক-সহ বেশ কয়েকটি এজেন্সির সঙ্গে এই নিয়ে কাজ করছি। যাতে এই সব ফোন নিয়ে তদন্ত দ্রুত এগোয়।'