শেষ আপডেট: 1st August 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: অতিবৃষ্টির জেরে ভূমিধস কবলিত ওয়ানাড় পরিদর্শন করলেন লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে নির্বাচিত প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার বিমানে কান্নুর বিমানবন্দরে নেমে সেখান থেকে ওয়ানাড় রওনা দেন কংগ্রেসের বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে ছিলেন বোন ও ওয়ানাড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী।
তাঁরা এদিন চুরালমালা এলাকায় যান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে গায়ে নীল রঙের রেনকোট পরে গিয়েছিলেন কংগ্রেস নেতা। মেপ্পাড়ির কমিউনিটি হেল্থ সেন্টারে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁরা স্থানীয় একটি হাসপাতাল এবং দুটি ত্রাণশিবিরও দেখতে যান। তাঁদের সঙ্গে ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা আলাপ্পুঝার সাংসদ কেসি বেণুগোপাল।
সম্পূর্ণ বিধ্বস্ত ওয়ানাড় জেলায় এ পর্যন্ত প্রায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। জলের তোড়ে ও ধসে জখমের সংখ্যা ২০০। আরও আড়াইশো মানুষ এখনও নিখোঁজ। মুন্ডাক্কাই এবং চুরামালায় নিখোঁজদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যদিও নিখোঁজদের উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।
প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে উদ্ধারকাজ চালানো সেনাবাহিনী হিমশিম খাচ্ছে। কেন্দ্রের কাছে তারা ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি চেয়ে পাঠাচ্ছে। তার মধ্যে রয়েছে এনটিআরও-র রেকো রেসকিউ সিস্টেম এবং রিমোট সেন্সিং ইকুইপমেন্ট।