শেষ আপডেট: 13th September 2024 21:32
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার আমেরিকার শেয়ার সংস্থা হিন্ডেনবার্গ সুইৎজারল্যান্ডের এক সংবাদমাধ্যমের খবর সামনে এনে রিসার্চ করে দাবি করেছিল, আদানি গ্রুপের সঙ্গে সম্পর্কিত ৩১ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়।
এরপরই হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সরাসরি খারিজ করে সুইস ব্যাঙ্কে তাদের কোনও টাকা বাজেয়াপ্ত হয়নি বলে দাবি করেছিল আদানি গোষ্ঠী। শুক্রবার রাতে টুইটার হ্যান্ডেলে আদানি গ্রুপের একটি মিডিয়া স্টেটমেন্ট পোস্ট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দাবি করেছেন, আদানি গ্রুপ বাজারে মিথ্যে কথা বলছে।
টুইটে মহুয়া লেখেন, "সুইস কোর্টের রিপোর্টে আদানির পুরো কোম্পানির কথায় উল্লেখ করা হয়েছে। সেবিও এব্যাপারে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।"
হিন্ডেনবার্গ দাবি করেছিল, আদানি গোষ্ঠীর ছ’টি ব্যাঙ্কের আলাদা আলাদা অ্যাকাউন্টে থাকা ওই বিপুল পরিমাণ অর্থ সিজ করেছে সুইৎজারল্যান্ড কর্তৃপক্ষ। ২০২১ সালের বেআইনি শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ করা হয়।
এও বলা হয়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় পুঁজি ঢেলেছিলেন এক ব্যক্তি। যিনি আবার আদানি গ্রুপের সঙ্গে কোনও ভাবে জড়িত। সেই ব্যক্তির অ্যাকাউন্টই বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় পুরো টাকাই আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে লগ্নি করেছিল ওই সংস্থাগুলি।
এরপরই শুক্রবার বিবৃতি দিয়ে গৌতম আদানির গ্রুপ দাবি করে, ‘সুইস আদালতে কোনও মামলায় আমরা জড়িত নেই। কোনও কর্তৃপক্ষের তরফে সংস্থার কোনও অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়নি।’ এবার পাল্টা বড় অভিযোগ আনলেন মহুয়া।