#Breaking: মহানন্দায় নৌকাডুবি, তিনজনের দেহ উদ্ধার, এখনও নিখোঁজ বহু

দ্য ওয়াল ব্যুরো, মালদা : নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে যাওয়ার সময়  বিপত্তি। মহানন্দায় নৌকাডুবিতে নিখোঁজ হলেন প্রায় ৬০ জন যাত্রী।  ১০ জন নৌকা যাত্রীর মৃত্যু হয়েছে বলে এলাকার মানুষের দাবি। । তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ।

বৃহস্পতিবার সন্ধ্যায়  চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ঘাটের মহানন্দা নদীতে ওই দুর্ঘটনা ঘটে।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও নদীতে নেমে নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন। তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদার চাঁচলে ।

জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া অবশ্য দাবি করেছেন দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছেন। তিনি বলেন, ‘‘বিপদসীমার উপর দিয়ে বইছে মহানন্দা। তাই উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। ডুবুরি নামানো হয়েছে।’’

জানা গিয়েছে, ইটাহারের মুকুন্দপুর ঘাটে বাইচ প্রতিযোগিতা দেখতে যাচ্ছিলেন জগন্নাথপুরের মানুষজন। ওই নৌকায় প্রায় একশো জন যাত্রী উঠেছিলেন। বেশি যাত্রী ওঠাতেই এই বিপত্তি বলে স্থানীয় মানুষজনের দাবি।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.